বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অডিটোরিয়ামে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান মেলার ৯ জন উদ্ভাবক ও বঙ্গবন্ধু অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ী ২৪ জনকে পুরস্কার দেওয়া হয়।
এসময় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩শ জন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে প্রায় আড়াই হাজার বছর ধরে শোষিত বাঙালি মুক্তির স্বাদ পেয়েছে।
অনুষ্ঠানের সভাপতি বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর অবদান ও ত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। তোমরা বঙ্গবন্ধুর জীবনী পড়বে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবে।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
আরকেআর/এএ