ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর পাগাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাম মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

সালাম মিয়া নেত্রকোনা সদর থানার নাগড়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে পাগাড় এলাকায় শফিকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, পরিবার নিয়ে টঙ্গীর পাগাড় এলাকায় শফিকের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন সালাম মিয়া। বিকেলে তার স্ত্রী কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত লিকেজ থাকা বিদ্যুতের তারের স্পর্শে ধাক্কা লাগে। এসময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে সালাম মিয়া বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।