বৃহস্পতিবার (২৯ আগস্ট) হবিগঞ্জ পৌরসভার মাসিক সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান নেন মেয়র মিজানুর রহমান মিজান। গোলাম কিবরিয়া শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা।
পৌরসভা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জাল দলিল সৃষ্টির মাধ্যমে হবিগঞ্জ পৌর বিপণি বিতানের (পৌর মার্কেট) দোকান কোটা দখল করেন বাজার পরিদর্শক গোলাম কিবরিয়া। এছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া তুলে টাকা আত্মসাতের অভিযোগ উঠলে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় পৌর পরিষদ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান বাংলানিউজকে বাংলানিউজকে বলেন, পূর্বের ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ দায়িত্ব থাকাকালেই গোলাম কিবরিয়াকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এনটি