ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

জালিয়াতির অভিযোগে হবিগঞ্জে পৌর কর্মকর্তা চাকরিচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
জালিয়াতির অভিযোগে হবিগঞ্জে পৌর কর্মকর্তা চাকরিচ্যুত

হবিগঞ্জ: জাল দলিল সৃষ্টির মাধ্যমে দোকান দখল ও ভাড়া আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক গোলাম কিবরিয়াকে চাকরিচ্যুত করা হয়েছে।
 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) হবিগঞ্জ পৌরসভার মাসিক সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান নেন মেয়র মিজানুর রহমান মিজান। গোলাম কিবরিয়া শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা।


 
পৌরসভা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জাল দলিল সৃষ্টির মাধ্যমে হবিগঞ্জ পৌর বিপণি বিতানের (পৌর মার্কেট) দোকান কোটা দখল করেন বাজার পরিদর্শক গোলাম কিবরিয়া। এছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া তুলে টাকা আত্মসাতের অভিযোগ উঠলে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় পৌর পরিষদ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান বাংলানিউজকে বাংলানিউজকে বলেন, পূর্বের ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ দায়িত্ব থাকাকালেই গোলাম কিবরিয়াকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।