ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

জামালপুরে ডিসির ভিডিও কেলেঙ্কারির তদন্ত শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
জামালপুরে ডিসির ভিডিও কেলেঙ্কারির তদন্ত শুরু

জামালপুর: ভিডিও কেলেঙ্কারির ঘটনায় জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের বিষয়ে তদন্ত কমিটির কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বাধীন ৫ সদস্যের তদন্ত কমিটি জামালপুর জেলা প্রশাসক কার্যালয় পরিদর্শন করেন।

সূত্র জানায়, সাবেক ডিসি আহমেদ কবীরের সঙ্গে যার ভিডিও ছড়িয়ে পড়েছে সেই অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনাকেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।

জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান সাধনা।

২৫ আগস্ট (রোববার) জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে ওএসডি করা হয়। তার বদলে নতুন ডিসি হিসেবে নিয়োগ পান পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হক।

পরে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমান নেতৃত্বে তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের একজন প্রতিনিধি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একজন প্রতিনিধি। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

গত বৃহস্পতিবার ও শনিবার একটি ফেসবুক আইডি থেকে জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের পরপর দু’টি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারী সহকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন আহমেদ কবীর।  

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।