ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

প্রসূতির শরীরে সুই রেখে সেলাই: আসক’র রিট মামলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
প্রসূতির শরীরে সুই রেখে সেলাই: আসক’র রিট মামলা ছবি:সংগৃহীত

গত ২০ আগস্ট আফরোজা বেগম নামে এক প্রসূতির সন্তান জন্মদানের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাত পৌনে ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে তিনি কন্যা সন্তান প্রসব করেন। এ সময় আফরোজা বেগম ব্যাথায় ছটফট করতে থাকলে তাকে চড়-থাপ্পড় মারেন কর্তব্যরত নার্সরা। পরবর্তী সময়ে অস্ত্রোপচার কক্ষ থেকে প্রসূতি আফরোজাকে বিছানায় নিয়ে আসার পর আবারও ব্যথা শুরু হয়। পরদিন ২১ আগস্ট (বুধবার) রংপুর শহরের ডক্টরস ক্লিনিক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রসূতির এক্স-রে করা হয়। এক্স-রে রিপোর্টে প্রসূতির শরীরে সুইয়ের অস্তিত্ব পাওয়া যায়।

প্রসূতি আফরোজা বেগমের সন্তান জন্মদানের সময়ে সুই ভেতরে রেখে সেলাই করার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গত ২৮ আগষ্ট মহামান্য হাইকোর্টে রিট মামলা (নং- ৯৫৭৩/২০১৯) করে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি এফ. আর. এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে. এম. কামরুল কাদের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিকিৎসা প্রদানের ক্ষেত্রে যে কোনো ধরণের অবহেলা ও অপেশাদারিত্বের সাথে চিকিৎসা প্রদানের জন্য তদন্ত কমিটি কেন গঠন করা হবে না এবং চিকিৎসাসেবায় অবহেলা ও জননিরাপত্তায় সার্বিক দেখভাল এবং ক্ষতিপূরণের বিষয়ে কেন একটি কমিটি গঠণ করা হবে না- তা জানতে চেয়ে সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সাতজন রেসপন্ডেন্টের প্রতি রুল দেন।

মামলার শুনানিতে অংশগ্রহণ করেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না এবং তাকে সহযোগিতা করেন এডভোকেট মো. শাহীনুজ্জামান শাহীন।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।