শুক্রবার (৩০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনগত রাতে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা পার্কে অভিযান চালানো হয়। অভিযানে রিয়াজ খান (২২) নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রিয়াজ নগরের ভাটারখাল এলাকার মোহাম্মদ আলী খানের ছেলে।
অপরদিকে ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম তার সঙ্গীয় টিম নিয়ে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ীর পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাত পিস ইয়াবাসহ মো. নিশান সরকার (২৫) ও মো. সাইদ ফকির (২৮) নামে দুই যুবককে আটক করে।
আটক মো. নিশান সরকার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা এলাকার সাইফুল ইসলাম নিলুর ছেলে ও মো. সাইদ ফকির বরিশালের আগৈলঝাড়া উপজেলার দতেরাবাদ এলাকার আ. জব্বার ফকিরের ছেলে।
এদিকে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ গ্রাম গাঁজাসহ মো. সম্রাট শেখ (৩০) নামে এক যুবককে আটক করা হয়। আটক সম্রাট শেখ নগরের উত্তর সাগরদী এলাকার মো. করম আলী শেখের ছেলে।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমএস/ওএইচ/