বৃহস্পতিবার (২৯ আগস্ট) বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ের স্টেনোগ্রাফার দিপক চন্দ্র গাইন বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দু’টি মামলা করেন।
আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক মামলা দু’টি আমলে নিয়ে সমনের নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, চাকরির পাশাপাশি ব্যবসায়িক কাজের জন্য ফেরত শর্তে এসআই সিরাজুল পাঁচ লাখ ও তার ছেলে ছয় লাখ ৬৬ হাজার ৪০০ টাকা ধার নেন। পরে টাকা ফেরত চাইলে এসআই সিরাজুল গত ৭ জানুয়ারি ও তার ছেলে গত ১৫ এপ্রিল উল্লেখিত টাকার পৃথক দু’টি চেক দেন। গত ২৬ জুন চেক দু’টি ব্যাংকে জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। পরে ১৮ জুলাই দু’জনকেই আইনী নোটিশ দেওয়ার পরও টাকা পরিশোধ না করলে বৃহস্পতিবার (২৯ আগস্ট) মামলা করা হয়।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমএস/আরআইএস/