শুক্রবার (৩০ আগস্ট) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হিলু মণ্ডল সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, জামান জুটমিলে প্রতিদিনের মতো সকালের শিফটে কাজে এসে হিলু মণ্ডল মেশিন পরিষ্কার করছিলেন। সেসময় তার ডান হাত মেশিনের ভেতর ঢুকে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসএইচ