ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

জুটমিলের মেশিনে হাত কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
জুটমিলের মেশিনে হাত কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের শহরের বিসিক শিল্প নগরীর জামান জুটমিলে মেশিন পরিষ্কার করতে গিয়ে হিলু মণ্ডল (৫৫) নামে এক শ্রমিকের হাত কাটা পড়ে মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩০ আগস্ট) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হিলু মণ্ডল সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।


 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, জামান জুটমিলে প্রতিদিনের মতো সকালের শিফটে কাজে এসে হিলু মণ্ডল মেশিন পরিষ্কার করছিলেন। সেসময় তার ডান হাত মেশিনের ভেতর ঢুকে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।