শুক্রবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ঘাট এলাকায় ৭০টির মতো যাত্রীবাহী গাড়ি পারাপারের অপেক্ষায় আছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। সকালে যাত্রীবাহী গাড়ির চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা কমতে শুরু করে।
শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহমেদ বাংলানিউজকে জানান, বর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। এছাড়া শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও ৭০টির মতো যাত্রীবাহী গাড়ি।
তিনি জানান, চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দিনে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফেরি চলাচল করলেও রাতে বন্ধ রাখতে হচ্ছে রো রো ও ডাম্প ফেরিগুলো। রাতে ফেরি বন্ধের কারণেই সকালে বাড়তি চাপ পড়ে। শুক্রবার সকালে তিন শতাধিক প্রাইভেটকার, বাস ও পণ্যবাহী বাহন পারাপারের অপেক্ষায় ছিল। তবে এখন ঘাটের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসএ/