শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, এ ঘটনার পর পুলিশ সদস্য সাব্বিরকে প্রথমে রাজপাড়া থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে পবা থানার ওই কনস্টেবলকে গণপিটুনি দেয় স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে রাজাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেয়।
রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে জানান, গণপিটুনির শিকার সাব্বির নামের ওই পুলিশ কনস্টেবল আরএমপির পবা থানায় কর্মরত। তিনি মহানগরের লক্ষ্মীপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন।
মহানগরের রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সাব্বিরকে উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসএস/আরআইএস/