ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

যৌন হয়রানির অভিযোগে পুলিশ কনস্টেবল প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
যৌন হয়রানির অভিযোগে পুলিশ কনস্টেবল প্রত্যাহার

রাজশাহী: রাজশাহীর লক্ষ্মীপুরে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে পবা থানার পুলিশ কনস্টেবল সাব্বির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে। 

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি)  মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, এ ঘটনার পর পুলিশ সদস্য সাব্বিরকে প্রথমে রাজপাড়া থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার (সদর) কুদ্দুস।

এর আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে পবা থানার ওই কনস্টেবলকে গণপিটুনি দেয় স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে রাজাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেয়।  

রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে জানান, গণপিটুনির শিকার সাব্বির নামের ওই পুলিশ কনস্টেবল আরএমপির পবা থানায় কর্মরত। তিনি মহানগরের লক্ষ্মীপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন।  

মহানগরের রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সাব্বিরকে উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।