ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বাবা-মেয়ের পর করতোয়া থেকে ভাতিজার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
বাবা-মেয়ের পর করতোয়া থেকে ভাতিজার মরদেহ উদ্ধার

বগুড়া: বাবা-মেয়ের পর বগুড়ার শেরপুর উপজেলায় করতোয়া নদীতে নিখোঁজ হওয়া ভাতিজা অপূর্ব কুমার বুদার (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে নদীর ভাটিতে ছোট ফুলবাড়ী গ্রামের বৈরাগীদহ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে। অপূর্ব উপজেলার গাড়িদহ ইউনিয়নের চণ্ডিজান গ্রামের উজ্জ্বল কুমারের ছেলে।


 
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে চণ্ডিজান গ্রামের চন্দন কুমার তার মেয়ে কিরণ বালা ও ভাতিজা অপূর্বকে নিয়ে মাছ ধরতে করতোয়া নদীতে নেমে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়। কিন্তু চন্দনের ভাতিজা পানিতে ডুবে নিখোঁজ হয়।
 
ওইদিন রাত প্রায় ৮টা পর্যন্ত ডুবুরিদল ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে অপূর্বকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। অবশেষে দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার ভাটিতে ছোট ফুলবাড়ী গ্রামের বৈরাগীদহ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।