কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের ক্যানেল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে উপজেলার গোবিন্দগুনিয়া জিকে ক্যানেলের সুইচ গেট থেকে মরদেহটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সকালে মরদেহটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ধারণা তাকে হত্যা করে মরদেহটি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।