শুক্রবার (৩০ আগস্ট) ভোরে উপজেলার নাকাইহাট ইউনিয়নের নাকাই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
হোসাইন ওই গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে ও নাকাইহাট ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান বাংলানিউজকে বলেন, হোসাইনের নামে দু’টি নাশকতার মামলা রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসআরএস