নিহত নারীর নাম সাবিনা আক্তার (৩২)। এ ঘটনার পরপরই স্বামী মাসুদ কাজীকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানার (ওসি, তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, বাংলামোটরে পানির পাম্প সংলগ্ন ৬৭/বি এই বাসায় দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন ওই দম্পতি। নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এমনকি স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি- আজও তাদের মধ্যে ঝগড়া হয়। স্বামীর মারধরের এক পর্যায়ে স্ত্রী সাবিনার মৃত্যু হয়। ঘটনার পরপরই মাসুদকে আটক করা হয়েছে।
বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এজেডএস/এমএ