শুক্রবার (৩০ আগস্ট) ভোরে শরিয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট বাজার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ১০ বোতল বিয়ারসহ হাতেনাতে আটক করা হয় মাদকবিক্রেতা শাহ আলমকে।
আটক শাহ আলম ওই এলাকার মজিদ মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, আটক শাহ আলমকে জব্দকৃত বিয়ারসহ শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
আরএ