শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রুহুল উপজেলার সোনাতলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরের দিকে ওই এলাকায় একটি অটোরিকশার সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার একজন ও অটোভ্যানের চার যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় অটোভ্যানযাত্রী রুহুলের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালটিতে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসআরএস