ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

এনায়েতপুরে অটোরিকশা-অটোভ্যান সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এনায়েতপুরে অটোরিকশা-অটোভ্যান সংঘর্ষে যুবক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার যাত্রী। 

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রুহুল উপজেলার সোনাতলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

আহতদের পরিচয় জানা যায়নি।  

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরের দিকে ওই এলাকায় একটি অটোরিকশার সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার একজন ও অটোভ্যানের চার যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় অটোভ্যানযাত্রী রুহুলের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালটিতে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।