শুক্রবার (৩০ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদরের কৃষ্ণাখালি এলাকার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন বয়সী ৬৪ জন কুস্তিগির অংশ নেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ৩২ কুস্তিগিরের হাতে পুরস্কার হিসেবে মোটরসাইকেল, গরু, খাসি, মোবাইল ও ছাতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী তোবারক হোসেন প্রধান।
এছাড়াও প্রবীণ কুস্তিগির কাছম উদ্দিন, মো. আকবর, লাল চাঁন, আনু মিয়া উপস্থিত ছিলেন। হাজারো দর্শক দীর্ঘসময় দাঁড়িয়ে কুস্তি প্রতিযোগিতা উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
আরএ