শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টি অফিসে বাংলাদেশ যুব মৈত্রীর উদ্যোগে ‘বঙ্গবন্ধু, ৭২-এর সংবিধানের চার মূলনীতি ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলাচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ‘সাংবিধানিক ধর্মীয়করণ জিয়া-এরশাদের সংশোধনী বহাল রেখে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা যায় না।
মেনন বলেন, ‘বঙ্গবন্ধুর সমাজতন্ত্রের ধারণা এবং আমাদের সমাজতন্ত্র ধারণা ভিন্ন হলেও, অসমতা ও বৈষম্যের বিরুদ্ধাচারণ ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সবসময় একমত ছিলাম। এখন সময় পরিবর্তন হয়ে গেছে। যারা কোনোদিন বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করতেন না, তারাই এখন বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ভক্ত হিসেবে দেখা যাচ্ছে’।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য শরিফ শামসির, যুব মৈত্রীর সহ-সভাপতি তৌহিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক তাপস দাস, অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রেজওয়ান রাজা প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন যুব মৈত্রীর সভাপতি সাবাহ আলী খান।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
আরকেআর/জেডএস