ছবি : প্রতীকী
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২২ বছর।
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করে বলেন, পূবাইল কলেজ গেট এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরিচয় জানা যায়নি। নিহতের পড়নে লাল রঙের শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে। তার বয়স আনুমানিক ২২/২৩ বছর। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে শুয়ে ওই যুবক আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯।
আরএস/এমএমইউ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।