শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। ইসমাইল সলঙ্গার কুমাজপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
নলকা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবু ইউসুফ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে কুমাজপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ড্রাম-ট্রাক দিয়ে মাটি ভরাটের কাজ চলছিল। সে সময় বেশ কয়েক শিশু নিজেদের বাড়ির পাশে সড়কে স্তূপ করে রাখা মাটির ওপর খেলছিল। এরই এক পর্যায়ে একটি ড্রাম-ট্রাক বালু আনলোড করার সময় ইসমাইলসহ চার শিশু চাপা পড়ে।
পরে তাদের উদ্ধার করে শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যায় বলে জানান আবু ইউসুফ।
বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এইচজে