শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার রূপসী পাড়া ইউনিয়নের কলার ঝিরি থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চদই আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আদুকারবারী পাড়ার পাথবু ম্রোর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলের দিকে কলার ঝিরি এলাকার জঙ্গলের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চদই ম্রোর মরদেহ উদ্ধার করে। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
লামা থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পাহাড়ি ঝিরি থেকে চদই নামে এক গ্রাম-পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের উদ্দেশ্যে তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসএবি/এইচজে