শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ উজ্জ্বল।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মো. মুজিবুর রহমান, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আমিন ইসলাম, সদস্য আরিফুর রহমান সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক লোপা খান, সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মো. সুমন খন্দকার।
বক্তারা সমাবেশ থেকে বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরী, মেজর ডালিম, রাশেদ চৌধুরী, মেজর রশিদ, আব্দুল মাজেদ, মোসলেউদ্দিন এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।
এ সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং একুশে আগস্টের হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রকাশ্যে প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
আরকেআর/জেডএস