শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার নবীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাফায়েত বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার মামুনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে নবীগঞ্জ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক সাফায়েতকে চাপা দিলে দ্রুত তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়।
খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাৎ হোসেন বাংলানিউজকে জানান, ওই স্কুলছাত্রকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
আরআইএস