আটকরা হলেন- আবু সালেহ ইমু (২২) ও সহিফুল ইসলাম সাইফ (৩১)।
শুক্রবার (৩০ আগস্ট) দিনগত রাতে তাদেরকে আটক করা হয়।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, আটক আবু সালেহ ইমু বরিশাল বিএম কলেজে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বরিশাল বানারীপাড়া এলাকার বাসিন্দা সাইফ পেশায় একজন শিক্ষক। তিনি ummah network এবং ibadah.com এর পরিচালনাকারী।
আটক দুইজনই আনসার আল ইসলামের প্রচার শাখার সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, বই ও ভিডিও তৈরি/ডাবিংসহ অন্যান্য প্রচার সামগ্রী উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসপি মহিউদ্দিন ফারুকী।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
পিএম/জেডএস