ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
সাভারে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): নিখোঁজের ২৪ ঘণ্টা পর সাভারে ধলেশ্বরী নদী থেকে সাগর (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাভারের ধলেশ্বরীর নদীর কুন্ডা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার (৩০ আগস্ট) সকালে সাভারের রাজারঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাগর।

সাগর সাভারের নগরপুর এলাকার অহিদুল মুসার ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, শুক্রবার সকালে ধলেশ্বরী নদীর সাভারের রাজারহাটে গোসল করতে নামে সাগর ও তার বন্ধু। তখন নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তার বন্ধু তীরে উঠতে পারলেও সাগর নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দুপুরে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার দুপুরে নদীটির কুন্ডা এলাকা থেকে সাগরের মরদেহ উদ্ধার করা হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন আফিসার লিটন আহাম্মেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।