শনিবার (৩১ আগস্ট) দুপুরে ওই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
মৃত শিল্পী তেরখাদা উপজেলার আঠালিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী।
খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গুরোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শিল্পী আক্তার খুমেক হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। এই নিয়ে খুলনায় মোট ৭ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এমআরএম/এএটি