শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে তাকে দাফন করা হয়।
আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অদুদ মাহমুদ বাংলানিউজকে জানান, অপুর গ্রামের বাড়ি মাতাইনে। গত তিনদিন আগে অপু জ্বরে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে শুক্রবার (৩০ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রক্ত পরীক্ষা করে জানতে পারে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। ওই দিনই তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে অবনতি দেখে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
আরআইএস/