রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিনিয়র এএসপি শাহ মো. মশিউর রহমান।
এর আগে শনিবার (৩১ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
দীন ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বাসিন্দা। তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, দ্বীন ইসলাম স্থানীয় একটি স্কুল থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে। ২০১৮ সালে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলামে যোগ দেয়। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি ও সদস্য সংগ্রহের কাজ করতো। দ্বীন ইসলাম মার্শাল আর্ট ও অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
আরবি/