রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিনি ঢামেকে আসেন।
এসময় তিনি ঢামেকের ক্যাজুয়ালিটি বিভাগের পোস্ট অপারেটিভে থাকা আহত শাহাবুদ্দিনের সঙ্গে কথা বলেন।
র্যাবের ডিজি ওই পুলিশ সদস্যকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের জানান, আহত শাহাবুদ্দিনের পায়ে ফ্রাকচার আছে। তবে তার অবস্থা স্থিতিশীল।
এর আগে শনিবার (৩১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুর রোডের সায়েন্সল্যাবরেটরি মোড়ের পুলিশ বক্সের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত (প্রটেকশন) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন এবং সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম (৩২) আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এজেডএস/এইচএডি