রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সদর উপজেলার কাশিপুরে শরীয়তপুর-মাদারীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, দুপুরের খাবার খেয়ে ফজুলুল হক বাড়ি থেকে আংগারিয়া বাজারে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটিতে চালকসহ তিনজন আরোহী ছিলেন। এর মধ্যে সুজন তালুকদার (১৮) নামে একজনকে আটক করা হয়েছে। বাকি দুইজন পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
আরএ