জানা যায়, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের ইসমাইলের মালিকানাধীন এফবি ইমরান ট্রলারসহ ১২ জেলে সোমবার (২৬ আগস্ট) সমুদ্রে মাছ শিকার করতে যায়। পরদিন মঙ্গলবার (২৭ আগস্ট) সাগর থেকে মাছ শিকার করে ঘাটে ফিরে আসার পথে বলেশ্বর নদের মোহনায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি।
ট্রলারের মাঝি আব্বাস উদ্দিন বলেন, সাগর থেকে মাছ শিকার করে কিনারে আসার পথে বলেশ্বর নদের ৬০ কিলোমিটার দক্ষিণে হঠাৎ ঝড়ের কবলে পড়লে তাৎক্ষণিক ট্রলার থেকে ছিঁটকে পড়ে যায় ইমরান। কয়েক ঘণ্টা পর আবহাওয়া ভালো হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে পাওয়া যায়নি।
এ বিষয় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আমরা বিভিন্ন মহলে বিষয়টি জানিয়েছি, খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসএইচ