দুর্নীতি দমন কমিশন লোগো
ঢাকা: দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌ-পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে নৌ-পরিবহন অধিদপ্তরের কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, ঘুষ নেওয়ার সময় দুদকের একটি টিম মির্জা সাইফুর রহমানকে হাতেনাতে আটক করেন।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসএমএকে/এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।