ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

তানোরে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
তানোরে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার 

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রইস উদ্দিন (৬০) নামে এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। রইস বাড়ি তানোর উপজেলার উত্তরপাড়া গ্রামে।

 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার মুণ্ডুমালা পৌরসভার মঠপুকুরিয়া পুকুর পাড় থেকে ওই পাহারাদারের মরদেহ উদ্ধার করা হয়। গত আটদিন আগে ওই পুকুরের পাহারাদার হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।  

তিনি বলেন, এ ব্যাপারে নিহতের পরিবার ও গ্রামের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিগগিরই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করা সম্ভব হবে।

জানতে চাইলে ওসি বলেন, পুকুরের পাহারাদার খুন হলেও সেখান থেকে মাছ চুরি হয়নি। তাই পূর্ব শত্রুতার জেরে রইসকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে পুকুর পাড়ে গিয়ে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় রইসের মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি খাইরুল।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।