ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
কুষ্টিয়ায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার পৌর গোরস্থান এলাকার একটি ভাড়া বাসা থেকে তাসনিহা তাহরিন তমা (২২) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (০২ সেপ্টেম্বর) সকালে মরদহেটি উদ্ধার করে পুলিশ।  নিহত তমা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের তাসিকুল ইসলামের মেয়ে এবং কুষ্টিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্রী।

 

স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তমা তার নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় তার কথিত প্রেমিক খাইরুর রহমান তমার মোবাইল ফোনে অনেকবার ফোন দেন। কিন্তু তমা কল রিসিভ না করায় খাইরুর ওই বাড়িতে আসেন এবং জানালার গ্রিল কেটে ঘরের সিলিং থেকে তমাকে উদ্ধার করেন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কুষ্টিয়া সদর থানার (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।