ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
পটুয়াখালীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মুসা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মুসা কালিকাপুর এলাকার বাসিন্দা আ. রশিদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আবদুস সাত্তারের নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হন মুসা। এ অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০-শয্যার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারউল্লাহ বাংলানিউজকে বলেন, মুসাকে জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।