মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মুসা কালিকাপুর এলাকার বাসিন্দা আ. রশিদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আবদুস সাত্তারের নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হন মুসা। এ অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০-শয্যার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারউল্লাহ বাংলানিউজকে বলেন, মুসাকে জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসআরএস