মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর লক্ষ্মীপুরের এ ঘটনা ঘটে। সাফিন মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চর লক্ষ্মীপুরের গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দিন মনির মাস্টারের ছোট ছেলে।
স্থানীয়রা জানায়, জিয়াউদ্দিন মনির মাস্টারের গ্রামের বাড়ি চর লক্ষ্মীপুরে হলেও তিনি পরিবার-পরিজনের সঙ্গে মুলাদী থানা ভবনে (হাজী টাওয়ার) ভাড়া বাসায় বসবাস করেন। চলতি বছরের গত ৬ জুন মাসে বাবার সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে যায় যুবলীগ নেতার বড় ছেলে শাখাওয়াত হোসেন (১২)। এরপর নয় জুন তার মহদেহ খুঁজে পায় স্বজনরা।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বাংলানিউজকে বলেন, হাজী টাওয়ার নামক যে ভবনটিতে ঘটনা সেই ভবনের নিচ তলায় মুলাদী থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সাফিনের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরে যুবলীগ নেতা জিয়াউদ্দিনের স্ত্রী সাথী আক্তার রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ছোট তার ছেলে সাফিন বাসার জানালায় পর্দার কাপড় ধরে খেলা করছিল। শিশু সাফিন খাটের ওপর পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে যান সাথী। এ সময় তিনি দেখতে পান বাসার জানালা পর্দার কাপড়ের সঙ্গে সাফিনের গলায় ফাঁস লেগে আছে। পরে থানা পুলিশের সহযোগিতায় সাফিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এটা খুবই দুঃখজনক বিষয়। তিন ছেলে সন্তানের মধ্যে দুই ছেলেকে এতো অল্প বয়সে হারাতে হবে কেউ ভাবেনি বলেও জানান ওসি জিয়াউল।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এমএস/আরআইএস/