মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে বঙ্গবন্ধু-নীলদলের আয়োজনে জাতীয় শোকদিবস পালন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে, আলোচনা সভার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
বঙ্গবন্ধু-নীলদলের সহ-সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, অধ্যাপক ড. নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
একে/আরবি/