মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে বিসিসি মেয়র বরিশাল নগরের সদর রোড, বিবির পুকুর পাড়, গীর্জা মহল্লাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তখন ফুটপাতের বিভিন্ন দোকানের সামনে টিস্যু পেপার, কাগজসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা দেখে ব্যবসায়ীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
তখন ব্যবসায়ীদের নিজ প্রতিষ্ঠানের সামনের ময়লা পরিষ্কার রেখে সিটি করপোরেশনের নির্দিষ্ট ময়লা ফেলার জায়গায় রেখে আসার অনুরোধ করেন মেয়র।
পাশাপাশি তিনি আরও বলেন, যদি শহরের কোনো প্রতিষ্ঠানের সামনে ময়লা পাওয়া যায় তাহলে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আর্থিক জরিমানাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএস/এনটি