বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুরেশ চন্দ্র বর্মণ চাঁপাইনবাবগঞ্জের নাকলা থানার বিয়ারা কন্দপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতেন সুরেশ। তিনি গার্মেন্টেসে চাকরি করতেন। এক দেড় মাস আগে হঠাৎ চাকরি ছেড়ে দেন তিনি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বাসা থেকে বের হন তিনি। পরে বুধবার সকালে বরাব এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন জানান, রাতের যেকোনো সময় ট্রেনের নিচে কাটা পড়ে সুরেশ চন্দ্র বর্মণের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরএস/এএটি