ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কমলাপুর রেলস্টেশনে টিকিটসহ কালোবাজারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
কমলাপুর রেলস্টেশনে টিকিটসহ কালোবাজারি আটক

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ১২টি টিকিটসহ নজরুল ইসলাম রবিন (২২) নামে এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (৪ আগস্ট) সকালে কমলাপুর রেলস্টেশনের ভেতর থেকে ওই যুবককে আটক করা হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউল হোসেন বাংলানিউজকে জানান, সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের টিকিট কালোবাজারির মাধ্যমে বিক্রির সময় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটক নজরুল থানায় রয়েছেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।