বুধবার (০৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতায় সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. তোতা মিয়া বাংলানিউজকে জানান, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ করার অপরাধে ওই এলাকার মেসার্স জৈনপুরী এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. সাইদুর ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে, মেসার্স সিকদার অ্যান্ড সন্সের প্রোপাইটর মো. নাঈম সিকদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএস/ওএইচ/