বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান গাজী আবুল হাসান ও কয়রা উপজেলার সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোহা হুমায়ূন কবির।
অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেন।
উল্লেখ্য, ওই দু’টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় শুন্য পদ ঘোষণা করা হয়। এরপর গত ২৫ জুলাই অনুষ্ঠিত ইউপি উপ-নির্বাচনে তারা বিজয়ী হন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমআরএম/আরআইএস/