ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় শপথ নিলেন দুই ইউপি চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
খুলনায় শপথ নিলেন দুই ইউপি চেয়ারম্যান দুই ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেন। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ও কয়রা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান গাজী আবুল হাসান ও কয়রা উপজেলার সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোহা হুমায়ূন কবির।

অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, এনডিসি মো. জাকির হোনেরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ওই দু’টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় শুন্য পদ ঘোষণা করা হয়। এরপর গত ২৫ জুলাই অনুষ্ঠিত ইউপি উপ-নির্বাচনে তারা বিজয়ী হন।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।