ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিপলস রেডিও’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১
পিপলস রেডিও’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাকা: বেসরকারি পিপলস রেডিও  আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।   রোববার বিকেল ৪টা ১৫ মিনিটে এটির উদ্বোধন হয়।



এফএম ৯১.৬ এ এটি অনুষ্ঠান সম্প্রচার শুরু করলো। এখন শুধু অনুষ্ঠান চললেও আগামীতে এটি সংবাদ পরিবেশন করবে।

‘উৎসবে আনন্দে প্রতিদিন’ এই স্লোগানকে ধারণ করে এর পথচলা শুরু।

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি হিসেবে রেডিওটির অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তথ্যমন্ত্রীর ঘোষণার পর জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে এর অনুষ্ঠান শুরু হয়।

রাজধানীর গুলশান-২ এর গোলচত্বরের পাশে ৪১ শামসুদ্দিন ম্যানসন’র ৫ম তলায় রেডিওটির অফিস।

তথ্যমন্ত্রী তাদের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে। তাই সরকার মোট ১৪টি টেলিভিশন ও ১৪টি কমিউনিটি রেডিও’র অনুমতি দিয়েছে।

নতুন এই এফএম রেডিওটির সাফল্য কামনা করে তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে রেডিও বেশ জনপ্রিয়। আমরা আশা করবো এই গণমাধ্যমটি বস্তুনিষ্ঠ সংবাদ, শিক্ষামূলক, কৃষি, উন্নয়ণমূলক অনুষ্ঠান প্রচার করবে। তবে দেশপ্রেম ও দেশীয় সংস্কৃতি লালনে গুরুত্ব দিতে হবে।

পিপলস রেডিও’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল বাংলানিউজকে বলেন, ‘আমরা মানসম্পন্ন অনুষ্ঠান সম্প্রচারে প্রতিশ্রতিবদ্ধ। দীর্ঘ প্রতিক্ষার পর এই রেডিওটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। শ্রোতাদের ভালোবাসার সঙ্গী হিসেবে প্রতিটি মুহূর্তে থাকবে ৯১.৬ এফএম পিপলস রেডিও। ’

বাংলাদেশ সময় ১৭৪৫ ঘন্টা, ডিসেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।