ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে ইয়াবাসহ দম্প‌তি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
গাজীপু‌রে ইয়াবাসহ দম্প‌তি আটক

গাজীপুর: গাজীপু‌র সি‌টি কর‌পো‌রেশ‌নের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকা থে‌কে ৫ হাজার পিস ইয়াবাসহ এক দম্প‌তি‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (৬ সে‌প্টেম্বর) দিনগত রাত সা‌ড়ে ১২টার দি‌কে তা‌দের আটক করা হয়। আটকরা হ‌লেন-ব্রাহ্মণবা‌ড়িয়ার সরাইল থানার কা‌জিকচ্ছ এলাকার মে‌হেদী হাসান (৩৪) ও তার স্ত্রী ল‌ক্ষ্মী বেগম (৩৮)।

টঙ্গী পূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) শুভ মণ্ডল বাংলানিউজ জানান, টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় ওই দম্প‌তি বাসা ভাড়া থাকে গাজীপুরসহ আশপাশ এলাকায় মাদক ব্যবসা কর‌তেন। শুক্রবার রাত সা‌ড়ে ১২টার দি‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে দত্তপাড়া এলাকায় তা‌দের বাসায় অ‌ভিযান চালা‌নো হয়। এ সময় ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প‌রে তা‌দের আটক করা হ‌য়। তারা দীর্ঘ‌দিন ধ‌রে মাদক ব্যবসা ক‌রে আস‌ছিল। এ ব্যাপা‌রে টঙ্গী পূর্ব থানায় মাদক মামলা প্র‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৭, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।