ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রায়পুরে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
রায়পুরে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক আটক চোরাই মোটরসাইকেলসহ আটক দুই যুবক পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে দু’টি মোটরসাইকেলসহ মির্জা মুরাদ হাওলাদার (২৪), মো. তুহিন (১৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।  

এর আগে শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর দাগনভূঁইয়া থেকে তাদের আটক করা হয়।

আটক মুরাদ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার বাসিন্দা বাহার হাওলাদারের ছেলে। তুহিন রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের চৌকিদার বাড়ির  রোবহান উদ্দিনের ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বাংলানিউজকে জানান, গত ২ সেপ্টেম্বর (সোমবার) রাতে রাখালিয়া বাজার সংলগ্ন শাহ আলমের বাড়ি থেকে এনজিও আশা ও ব্রাকের দুই কর্মকর্তার মোটরসাইকেল চুরি করে মুরাদ ও তুহিন। এ ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করে।  

আটকদের কাছ থেকে দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি তোতা।
 
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।