শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে দুই শতাধিক শিক্ষিত বেকার কর্মসংস্থানের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আয়োজক কমিটির মুখপাত্র জাকির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর-রশিদ হারুন, তানিয়া আক্তার, এমিনি আক্তার, কল্পনা আক্তার, মোস্তাফিজুর রহমান, তাজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা জানান, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ৩৭৬ জন শিক্ষিত বেকার তরুণ-তরুণী কর্মহীন হয়ে জীবন অতিবাহিত করছেন। তাই শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এফইএস/আরবি/