শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-কলাপাড়া মহাসড়কের বান্দ্রা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাকুরা পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১১-৪৫৯৯) একটি বাস ঢাকা থেকে কলাপাড়ায় আসার পথে আমতলী ও কলাপাড়া সীমান্তবর্তী বান্দ্রা মোড়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়।
করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রেফায়েত হোসেন জানান, আহত শহিদ শিকদারকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি আমতলী পৌরসভার খাদ্যগুদাম এলাকায়। ঘাতক বাসটিকে কলাপাড়া বাসস্ট্যান্ড থেকে আমতলী থানা পুলিশ আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ এবং ঘাতক বাসটি
আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
আরএ