ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নির্মাণাধীন ভবনের মই থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
নির্মাণাধীন ভবনের মই থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর খলিফাঘাট এলাকায় নির্মাণাধীন ভবনের মই থেকে পড়ে জিন্নাহ মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জিন্নাহকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত জিন্নাহ ফরিদপুর সদর উপজেলার ওয়াহেদ মণ্ডলের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর খলিফাঘাট এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

মৃত জিন্নাহর সহকর্মী মো. হামজা জানান, তারা খলিফাঘাট এলাকায় দুলাল মিয়ার নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রীর কাজ করছিলেন। দুপুরে নিচতলা থেকে মই দিয়ে ওপরে উঠার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তিনি আহত হন। মুমূর্ষু অবস্থায় জিন্নাহকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।