শনিবার (৭ সেপ্টেম্বর) সদরের খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন কিশামত বালুয়া এলাকায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।
প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, সাংস্কৃতিক কর্মী আলমগীর কবির বাদল, হায়দার আলী, আব্দুস সবুর, মো. আবু তালেব মিয়া, মো. সেলিম প্রামানিক, আলতাফ হোসেন, মিজানুর রহমান মিজান, আব্দুর রহমান প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফয়জার রহমান।
প্রতিযোগিতা শেষে প্রথম বিজয়ীকে ১০০ সিসি একটি মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ, তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি এবং চতুর্থ বিজয়ীদের হাতে একটি স্মার্ট ফোন তুলে দেওয়া হয়।
প্রতিবছরই এই স্থানে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উদ্যোক্তাদের অন্যতম সদস্য ফটিজল হক।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
আরএ