ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্য-শিক্ষাক্ষেত্রে এগিয়ে রাসিক: মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
স্বাস্থ্য-শিক্ষাক্ষেত্রে এগিয়ে রাসিক: মেয়র লিটন

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাসিক অনেক দিক দিয়েই ব্যতিক্রম। পরিচ্ছন্নতাসহ স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে এটি এগিয়ে। তবে এখানে বড় কোনো শিল্প গড়ে ওঠেনি।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত প্রান্তিক গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প পরিচিতি বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

খায়রুজ্জামান লিটন বলেন, অনেক ক্ষেত্রে এগিয়ে থাকলেও অর্থনৈতিক উন্নয়ন প্রবাহে খুব বেশি এগোতে পারেনি রাসিক।

ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকারখানা থাকলেও এখানে বড় তেমন কোনো শিল্প গড়ে ওঠেনি। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজশাহীতে সরকারিভাবে চারটি শিল্পকারখানা গড়ে তোলা হলেও আজ তা বন্ধের পথে। পরবর্তীতে শহর কিংবা জেলা শহরে তেমন কোনো শিল্পায়ন হয়নি।  

‘পুঁজি বিনিয়োগ করা হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা ছাড়া এখানে তেমন কোনো বড় শিল্প গড়ে উঠেনি। ফলে বেকারত্ব এখনও এখানে প্রকট। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেই প্রচেষ্টায় চলছে। ’

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন লিভলিহুডস ইমপ্রুভমেন্ট অব আরবান পোর কমিউনিটিজ প্রজেক্টের (এলআইইউপিসিপি) সদস্য সচিব ও রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার। প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন এলআইইউপিসিপি সিটি লিয়াজোঁ সমন্বয়ক ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, এলআইইউপিসিপি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক যুগ্ম সচিব আব্দুল মান্নান, প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক একরামুল কবীর, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, সচিব আবু হায়াত রহমতুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।